আমার পড়া সেরা বই


আমার পড়া সেরা বই 

আমি পাঠক হিসাবে একেবারে নতুন। তেমন বই পড়া হয়নি এখনোও। যতটুকু পড়া হয়েছে তার ভেতরে এই ৫০ টি বই আমার কাছে সবচেয়ে বেশি ভালো গেলেছে। পাঠশালার এই আয়োজনে অন্য সবার মতো আমিও আমার পড়া সেরা ৫০টি বইয়ের তালিকা প্রকাশ করলাম। 

আহমদ ছফা 

১. যদ্যপি আমার গুরু 
২. সূর্য তুমি সাথী
৩.ওঙ্কার
৪. নিহত নক্ষত্র 
৫. গাভী বৃত্তান্ত 
৬. মরণ বিলাস 

মানিক বন্ধ্যোপাধ্যায় 

৭. পদ্মানদীর মাঝি 
৮. পুতুল নাচের ইতিকথা 
৯. তেইশ বছর আগে পরে 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১০.  দেবদাস
১১. পথের দাবী
১২. পরিনীতা
১৩. দত্তা 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

১৪. কৃষ্ণকান্তের উইল 
১৫. কপালকুন্ডলা 

বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায় 

১৬. পথের প্যাঁচালী 
১৭. আদর্শ হিন্দু হোটেল
১৮. সুন্দরবনে সাত বৎসর ---বিভূতিভুষণ বন্ধ্যোপাধ্যায় 

শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

১৯. দূরবীন 
২০. লাল নীল মানুষ 

সৈয়দ ওয়ালীউল্লাহ 

২১. লালসালু 
২২.চাঁদের অমাবস্যা 

হুমায়ন আহমদ 

২৩. নন্দিত নরকে
২৪.দেয়াল 

২৫. সারেং বৌ---শহীদুল্লাহ কায়সার
২৬. একজন কমলালেবু --শাহাদুজ্জামান 
২৭. বিষাদসিন্ধু -- মীর মোশাররফ 
২৮. মার্জিনে মন্তব্য --- সৈয়দ সামসুল হক 
২৯.হাজার বছর ধরে---জহীর রায়হান 
৩০.The prophet --- khalil Gibran 
৩১.বাক্সের বাহিরে  --- শরিফ আবু হায়াত অপু
৩২. প্রোডাক্টিভ মুসলিম  --- মুহাম্মদ ফারিস
৩৩.বাংলাদেশ রক্তের ঝণ --অ্যান্থেনী মাসকারেণহাস
৩৪. বেলা ফুরাবার আগে -- আরিফ আজাদ
৩৫.মহাপ্রলয় --ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী
৩৬. কষ্টি পাথর ---ডা : সামসুল আরেফিন 

৩৭.অন দ্যা শর্টনেস অব লাইফ ---সেনেকা 
৩৮. সফল যদি হতে চাও  --- আনিসুল হক
৪৯. The pawar off positive thinking
--- Norman vincent peale 
৪০.The Alchemist  ---Paulo coelho
৪১.যে জ্বলে আগুন জ্বলে--হেলাল হাফিজ 
৪২. গল্পগুচ্ছ --- রবীন্দ্রনাথ ঠাকুর 
৪৩. সোনালি কাবিন --- আল মাহমুদ 
৪৪. জলবেশ্যা ও আমরা --- আল মাহমুদ
৪৫. বনলতা সেন --- জীবনানন্দ দাশ 
৪৬. একটি দেশ যেভাবে দাঁড়ায়--- রউফুল আলম 
৪৭. মহৎ জীবন -- ড. লুৎফর রহমান 
৪৮. বিপ্লব হে বিপ্লব --- আবদুস শহীদ নাসিম 
৪৯. ভাঙো দূর্দশার চক্র -- আবদুল্লা আবু সায়ীদ 
৫০. চিতা বহ্নিমান --- ফাল্গুনী মুখোপাধ্যায়

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন