আমার পড়া সেরা বই


আমার পড়া সেরা বই 

 

বই আমার খুব ভালো লাগার একটি জায়গা। তবে সেই ভালো লাগার শুরু হয়েছে খুব বেশিদিন হয় নি। খুব অল্প সময় যাবৎ ই বই পড়ায় মনেযোগী হয়েছি,আর আমার পঠিত বইয়ের সংখ্যাও খুব কম। আমার পড়া বইগুলোর মাঝে প্রিয় ৫০ টি বইয়ের নাম তালিকা করলাম।

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ

১.গৃহদাহ, 

২.দত্তা, 

৩.শুভদা, 

৪.পরিণীতা,

৫.বড়দিদি,

৬.বামুনের মেয়ে,

৭.বৈকুন্ঠের উইল,

৮.বিরাজ বৌ,

 

হুমায়ুন আহমেদঃ

৯.অপেক্ষা, 

১০.দেয়াল,

১১. নন্দিত নরকে,

১২.চোখে আমার তৃষ্ণা, 

১৩.আগুনের পরশমণি, 

১৪.জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল,

 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ

১৫.পথের পাঁচালী, 

১৬.অপরাজিতা, 

১৭.অপুর সংসার, 

১৮.আরণ্যক,

 

মানিক বন্দ্যোপাধ্যায়ঃ

১৯.পুতুল নাচের ইতিকথা, 

২০. ইতিকথার পরের কথা,

২১.চিহ্ন,

২২.শ্রেষ্ঠগল্প ( প্রাগৈতিহাসিক, আপিম, আজ কাল পরশুর গল্প,হলুদ পোড়া, সরীসৃপ, কুষ্ঠরোগীর বৌ, সমুদ্রের স্বাদ,টিকটিকি)

 

সুনীল গঙ্গোপাধ্যায়ঃ

২৩.অর্ধেক জীবন,

২৪. ইতিহাসের স্বপ্নভঙ্গ, 

২৫. অরণ্যের দিনরাত্রি,

 

রবীন্দ্রনাথ ঠাকুরঃ

২৬. শেষের কবিতা, 

২৭.নৌকাডুবি, 

২৮. মালঞ্চ, 

২৯. গল্পগুচ্ছ ( সবগুলো গল্প অবশ্য ভালো লাগে নি)

 

আহমদ ছফাঃ

৩০. যদ্যপি আমার গুরু,

৩১.অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,

৩২. গাভী বিত্তান্ত,

 

জাফর ইকবালঃ

৩৩.আমি তপু,

৩৪.একজন অতিমানবী, 

৩৫. গ্লিনা,

 

উইলিয়াম শেক্সপিয়ারঃ

৩৬.কমেডি অব এররস,

৩৭.হ্যামলেট,

৩৮.ম্যাকবেথ

 

অন্যান্যঃ

৩৯. শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়, 

৪০. কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

৪১. সাতকাহন - সমরেশ মজুমদার, 

৪২.ক্রীতদাসদের হাসি- শওকত উসমান,

৪৩. একটি দেশ যেভাবে দাঁড়ায়- রউফুল আলম,

৪৪.মা- ম্যাক্সিম গোর্কি,

৪৫. আরেক ফাল্গুন - জহির রায়হান,

৪৬. মেমসাহেব - নিমাই ভট্টাচার্য, 

৪৭.রক্তাক্ত প্রান্তর- মুনির চৌধুরী, 

৪৮. আশি দিনে বিশ্ব ভ্রমণ - জুন ভার্ন,

৪৯. গালিভরের সফরনামা- আবুল মনসুর আহমেদ, 

৫০.মহৎ জীবন- ড. লুৎফর রহমান।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন