আমার পড়া সেরা বই


❝পড়ো, তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন।❞[৯৬ঃ০১]

 

 বই পড়ার জগতে আমার পদার্পণ বলতে গেলে বিশ্ববিদ্যালয়ে উঠেই। তার আগে এ জগতের সাথে পরিচয় ছিল না। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প/উপন্যাস/নাটক এসব পড়ার প্রতি কেউ কখনো উৎসাহও জোগায় নি। তখন বললে বলতো 'কারেন্ট অ্যাফেয়ার্স' পড়। বাস! ওইটুকুই ছিল। তারপর কলেজে দ্বিতীয় বর্ষে বান্ধবীর থেকে ধার করে ম্যাক্সিম গোর্কি -এর "মা" আর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের "শেষের কবিতা" পড়ি। 

 

বিকেল বেলা বারান্দায় বসে বসে বই পড়া, আকাশ দেখা মাঝেমধ্যে আর সঙ্গে তো থাকতোই চা কিংবা আলুর চিপস। অনবদ্য অনিন্দ্য মুহুর্ত ছিল। তারপর ইচ্ছা থাকলেও আর পরীক্ষার চাপে পড়া হয় নি। 

 

বিশ্ববিদ্যালয়ে উঠে আগ্রহ পাই আমার কিছু বান্ধবীদের দেখে। একজনের তো এতোই নেশা যে প্রায়ই রাত জেগে জেগে বই পড়ত।

 

বই কেনার ওতো সামর্থ্য নেই। যদিওবা বই কিনে কেউ দেউলিয়া হয় না। যাহোক, উৎসাহ থেকেই শুরু করে দেই বই পড়া। শুরু হয় অনলাইন থেকেই। ফেসবুকের একটা পেইজ আছে "গল্পগুচ্ছ" নামে। ওখানে অঢেল বই আছে বিখ্যাত লেখকদের। ওখান থেকেই শুরু। অনেক কথা বলে বিরক্ত করে ফেললাম। মার্জনা চাই।

 

এবার বলি এ বছরে(২০২১ সাল) আমার পঠিত বইয়ের তালিকা নিয়ে। বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল ১০০ টা বই পড়া। ৫০ টা হয়েছে। আলহামদুলিল্লাহ। 

 

বইয়ের তালিকাঃ

 

১। Paradise Lost - John Milton

২। The Alchemist - Paulo Coelho 

৩। Crime & Punishment - ফিওদর দস্তয়েভস্কি

৪। আনা ফ্রাঙ্কের ডায়েরি 

৫। হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন 

৬। King Lear - William Shakespeare

৭। All's well that Ends Well- William Shakespeare 

৮। The Trimmed Lamp- O Henry

৯। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান

১০। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম

১১। দেয়াল - হুমায়ুন আহমেদ 

১২। নূরজাহান - ইমদাদুল হক মিলন

১৩। বরফ গলা নদী - জহির রায়হান

১৪। কবর নাটক - মুনীর চৌধুরী 

১৫। Robinson Crusoe - Daniel Defoe

১৬। Endless Night - Agatha Christie 

১৭। The Metamorphosis - Franz Kafka

১৮। বাদশাহ নামদার - হুমায়ুন আহমেদ 

১৯। David Copperfield - Charles Dickens

২০। রাইফেল, রোটি, আওরাত - আনোয়ার পাশা

২১। Psycho - Robert Bloch

২২। পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য 

২৩। সোনালী কাবিন - আল মাহমুদ

২৪। যুবক জীবন - লুৎফর রহমান 

২৫। উন্নত জীবন- লুৎফর রহমান 

২৬। 3AM - নিক পিরোগ

২৭। Frankenstein - Mary Shelley

২৮। মুক্ত বাতাসের খোঁজে 

২৯। মহৎ জীবন - লুৎফর রহমান 

৩০। Animal Farm - George Orwell

৩১। আগুনপাখি- হাসান আজিজুল হক

৩২। সংশপ্তক - শহীদুল্লা কায়সার

৩৩। জননী - মানিক বন্দ্যোপাধ্যায় 

৩৪। ফাউন্টেনপেন - হুমায়ুন আহমেদ 

৩৫। Tell me Your Dreams - Sidney Sheldon

৩৬। If Tomorrow Comes - Sidney Sheldon

৩৭। ক্রাচের কর্নেল - শাহাদুজ্জামান

৩৮। The Other Side of Me - Sidney Sheldon 

৩৯। এপিটাফ - হুমায়ুন আহমেদ 

৪০। গাভী বিত্তান্ত- আহমদ ছফা

৪১। Never Stop Learning - Ayman Sadiq

৪১। অবরোধবাসিনী - বেগম রোকেয়া 

৪২। রানী হেলেন - লুৎফর রহমান 

৪৩। অসমাপ্ত আত্মজীবনী - শেখ মুজিবুর রহমান 

৪৪। নারী(প্রবন্ধ)- হুমায়ুন আজাদ

৪৫। কাঁদো নদী কাঁদো - সৈয়দ ওয়ালিউল্লাহ

৪৬। অপারেশন আলেপ্পো - এনায়েতুল্লাহ আলতামাশ

৪৭। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী

৪৮। মধ্যাহ্ন - হুমায়ুন আহমেদ 

৪৯। প্রত্যাবর্তন - আরিফ আজাদ

৫০। সূর্য দীঘল বাড়ি - আবু ইসহাক  

 

হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ। সুতরাং যেখানে তা পাও কুড়িয়ে নাও।” ❤️

 

#আমারপড়াসেরাবই

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন