খিল


খিলি পানে খিল থাকে,

ঘরে থাকে খিল,

মনে খিল এঁটে থাকে

ঘোর সে বখিল।

এ জগতে খিল আছে

নয় ঢোকা সোজা,

খিল জমি করে চাষ

ভেঙে তার বোঝা।

দরজায় খিল দিয়ে

ঘর করে রক্ষে,

খিল খিল হাসি হাসে

খিল থাকে পক্ষে।

মানুষ যদি খিল মারে

কঠিন সে মন,

খিল খুলে দিয়ে যদি

হও প্রিয়জন।

প্রয়োজনে খিল চাই,

বইয়ে আছে খিল

খিলের বাইরে থাকে

দুনিয়া অখিল।

নিখিলের খিল ছিল

হল খোলা খিল,

নেই খিল কোনো দিন

সেইতো অখিল।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন