
এখন
জানালা দিয়ে উড়িয়ে অবসাদ
মেঘের ভাঁজে জড়িয়ে নতুন খাতা,
লেনা দেনার বিশ্রী কটু স্বাদ,
ঝুর ঝুরা ঝুর ঝরা স্বপ্ন পাতা!
এক বিকেলের রাতের নিমন্ত্রণ
অন্ধকারের বন্যায় জান ভাসা,
ঈমানের তারা শোনায় সারাক্ষণ,
তাকদীর ফুল কপালের খাঁজে ঠাসা!
আঁধার আছে, চিনলাম তাই আলো!
আগে পিছে সাহারার যত দিক,
পাহারায় সব সত্যের জমকালো
নিদারুণ দিন হয়ে গেল শাব্দিক!
হাত দুটোতে কাজের মেহেদী আঁকা,
রাক্ষসপুরী ছাড়িয়ে উড়ানো ঘুড়ি,
সহজ রাস্তা আর হবে না বাঁকা,
অন্ধকারে বুনবো আলোর ঝুড়ি!
আপনার মন্তব্য লিখুন