ডিমপাড়া কাব্য


ঘরের মানুষ বাহিরের মানুষ,

চেনা মানুষ অচেনা মানুষ,

সবাই যখন জিজ্ঞেস করে

বাসায় বসে বসে কি করো?

ঘোড়ার ডিম পাড়ো!

ঠিক তখন মনে হলো

ঘরকুনোদের জন্য ডিমপাড়া

একটি প্রোডাক্টিভ কাজ।

 

আমি তাই ডিম পাড়া শুরু করলাম,

যদিও এতে আমার এক্সপার্টিজ কম

আমি ডিম পাড়তে লাগলাম

বড় বড় ঘোড়ার ডিম।

ডিম পাড়তে পাড়তে ঘর-বাহির

শুভাকাঙ্ক্ষীর উঠোন, বাগান, ছাঁদ

সব জায়গায় ডিমে ডিমারণ্য করলাম।

 

আমার ডিম পাড়া দেখে নিউজ চ্যানেলগুলো

মাইক্রোফোন নিয়ে এলো আমি ফিরিয়ে দিলাম

ওদের এক মিনিটে আমার কয়েকশ ডিম নষ্ট হবে।

আকাশ থেকে ডিম বৃষ্টি হচ্ছে

ডিম ফোবিয়ায় বাড়িঘর ছেড়ে পালালো এলাকাবাসী

কয়েক কোটি ডিম পেড়ে ফেলার পর আমি জানতে

পারলাম ঘোড়া কখনও ডিম পাড়েনা আর দেখলাম

আমার বাড়ির সামনে অসংখ্য ঘোড়া

রুদ্রবেশে দাঁড়িয়ে আছে,

আমি ডিম পেড়ে ওদের সম্মান ক্ষুণ্ণ করেছি।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন