
শুদ্ধ সবাই হবে
মানুষগুলো আপন ছিলো, ছিলো অনেক মায়া
আজকে সময় পাল্টে গেছে, আছে শুধু ছায়া
নিজের কাছেই নিজেকে আজ, অন্যরকম লাগে
কেমন যেন বদলে গেছি, কেমন ছিলাম আগে?
ভালমানুষ হাতড়ে ফিরি, অভিধানের পাতায়
এই সময়ে কালোই বেশি, জীবন নামের খাতায়
হৃদয় জুড়ে আশার আলো, রাত পোহালে তবে
আগের মতই রবির কিরণ, শুদ্ধ সবাই হবে |
আপনার মন্তব্য লিখুন