কাঙ্ক্ষিত আয়োজনে


ঐখানে ঐ সবুজের আড়ালে

সেঁজুতি-নিশুতি-প্রভাতি-দুপুরে

উদাসি দৃষ্টি খুঁজে ফিরে তোমারই সৃষ্টি।

মনের আয়নায় তোমারই জায়গায়

নিজেকে দিয়েছি ঠাঁই -

তোমার গড়া সুখের ঠিকানায়

বিলীন হতে চাই।

পূব আকাশে সূর্য উঠার আগে

শিশির ভেজা ঘাসের পরশে

হৃদয় আমার স্নিগ্ধ আবেশে ভরে।

রাত্রি জাগরিত জেলেদের হাসি

মাছের খাড়িতে ফুটে

কৃষকের ঘামে গড়া সোনার ফসলে

মাঠ জুড়ে সবুজে দোলে।

কুয়াশা ঢাকা হিম হিম শীতকে

করেছে তারা জয়

গ্রীষ্ম-বর্ষা মাথায় করে

জীবন করেছে ক্ষয়।

এমনই হাজারো বিশুদ্ধ শ্রমে কেনা

তোমার ঐ সুখের নীড়

আমাকে কেবলই হাতছানি দিয়ে ডাকে

এসো এসো মোদের তীর।

বর্ষার পানিতে পথ-ঘাট ডুবে থৈ থৈ চারিদিক

কলার ভেলায় চড়ে যাব এদিক আর ওদিক।

দুপুরের রোদে কাজের ফাঁকে

জিরাবো গাছের ছায়ায়

কূয়ো থেকে তোলা ঠান্ডা জলে

প্রাণ জুড়াইব তায়।

বিকেলের রোদে উঠোনে বসে

মাথায় বিলি কেটে

সখীদের সাথে গল্পে কাটাবো

সুখ আর অভিলাসে।

সাজের বেলায় হাঁসেদের পালকে

তাড়িয়ে নিবো ঘাটে

রাত্রি আয়োজনে ব্যস্ত হবো

সন্ধ্যের প্রদীপ হাতে।

ঘুম ঘুম চোখে চালের ফুটোয়

চাঁদ আর আমি মুখোমুখি

এমনই তরো জীবনের তরে

স্বপ্নে বিভোর আমি।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন