অনুভবে তুমি


তুমি আমায় ভাবতে শেখাও

তুমি আমায় উড়তে শেখাও

ভাসতে শেখাও জলে

তোমার কথা ভেবে আমি

বেঁচে থাকার মর্ম খুঁজি

চোখের পাতা স্বপ্ন বুনে চলে।

একটু হলেও ক্ষণিক তরে

ভালো লাগার ভীষণ জ্বরে

ভুল যদি হয় একটুখানি হোক না।

জানি এতো দমকা হাওয়া

হৃদয় জুড়ে আকুলতা

তুমি ছাড়া কে থামাবে বলো!

তাইতো আমি তোমায় খুঁজি

সকল কাজের মাঝে

অনুভবে আছো তুমি

সকাল দুপুর সাঁজে।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন