ভালো বাবা


কদিন ধরে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আনাগোনার অর্থ আজকে পরিষ্কার হলো নাফিসের কাছে | প্রতিদিন আটপৌরে শাড়ি আর সালোয়ার কামিজ পরা আম্মুটা আজকে কি দারুণ করেই না সেজেছে | কেন সাজলো সেটি নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে যখন কুল কিনারা পাচ্ছে না, তখন ওর চেয়ে তিন মাস একুশ দিনের বড় মামাতো বোন ঐশী হাসতে হাসতে বললো, এই ভ্যাবলাকুমার, আজ তোর মায়ের বিয়ে |

যাহ !!! তা কেমন করে হয় | মায়ের বিয়ে তো হয়েছিল এলবাম এ দেখা হাসিখুশি ভালোমানুষ এর মতো দেখতে সেই লোকটির সঙ্গে, যাকে দেখিয়ে মা বলতো এই তোর বাবা | আজ থেকে চার বছর আগে বাইক এক্সিডেন্টে নাকি বাবাটি মরে গিয়ে আকাশের তারা হয়ে প্রতি রাতে আসে | নাফিসের ঘরের জানালা থেকে জ্বলজ্বল করা তারাটিই নাকি ওর বাবা |

গত জন্মদিনে নানুর কাছ থেকে পাওয়া রেডিয়াম দেয়া সুন্দর হাত ঘড়িতে যখন আটটা একুশ বাজে তখন দুই গাড়ি ভর্তি করে অনেক মানুষ এলো, যাদের দুই হাত ভর্তি ছিল মিষ্টি আর ফল | তাকে সামনে যেতে না দিলেও আড়াল থেকে সে সব দেখলো এবং যখন সবাই মুনাজাত এর জন্য হাত উঠালো তখন সেও হাত তুললো | কড়া সোনালি রং এর পাঞ্জাবি পরা লোকটি তার নানাভাইকে বললো কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়ে সুখে থাকবে | এই বলে মায়ের হাত ধরে হেঁটে হেঁটে দরজার দিকে যেতে থাকলো | তার মা এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছিলো, আর একটু একটু কাঁদছিলো | এইসময় ঐশী তার কানে কানে বললো এই লোকটি তোর সৎ বাবা |

স্কুলের ম্যাডাম বলেছে সৎ মানে ভালো, তার মানে এটি তার ভালো বাবা | কিন্তু ভালো বাবাটি তার মাকে এই বাড়ি থেকে নিয়ে চলে গেলো | লোকটি কি জানে না যে মা মাথায় হাত বুলিয়ে না দিলে নাফিসের ঘুম আসে না ???

দুটি গাড়ির মাঝে যেটি বেশি সুন্দর সেই গাড়িতে মা তার সৎ বাবাকে নিয়ে বসলো, যা নাফিস জানালা দিয়ে দেখছিলো | গাড়িটি যখন গলির মোড় থেকে বের হয়ে চোখের আড়াল হলো তখন নাফিসের চোখে অনেকক্ষণ আটকে রাখা পানি আর আটকে থাকলো না আর সে অস্ফুট গলায় বলে উঠলো, ভালো বাবা ভালো না |

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন