
প্রেম নামে সুখে
চলে গেলে জানো তুমি কার ভাঙে বুক
নীরব ভাঙনে বুকে জেগে উঠে শোক,
ভালোবেসে তবে তুমি বুক ভাঙো যার
বুক জুড়ে হাহাকারে নামে যে আঁধার!
ভেঙে যায় নদী তবে গড়ে দিয়ে কূল
অভিমান বুকে নিয়ে ভাঙে নাতো ভুল,
ভুলটারে ফুল করে কাছে এসে হাসো
আদিম প্রেমিক আমি শুধু ভালোবাসো।
ভালোবেসে বুকে রাখা প্রেমের স্বভাব
প্রেমের দরিয়াতে যেন প্রেমের অভাব!
অভাব ঘুচবে বলো দূরে থাকা, শোকে?
কাছে এসে দেখো তবে প্রেম নামে সুখে।
দূরে গেলে মন ভাঙে, কাছে এসে নয়
কাছে এলে হবে ঠিকই প্রেম-বিনিময়।
আপনার মন্তব্য লিখুন