ব্যাকুল কলতান


ডাকছি তোমায় সবুজ গাঁ 
কেমন আছ বল।
আধুনিকের ছোয়ায় তুমি
কেমনে এখন চল? 
সবুজ মাঠের হালের লাঙল 
আজ বুঝি আর নেই
কলের লাঙল করছে চাষ 
সারা মাঠেতেই। 
আজ বুঝি তোর বাশঁবাগানে 
জোনাক জলে না। 
চাঁদের আলোর জোছনাতে আজ
উঠোন ভরেনা। 
বিজলী বাতি জলছে বুঝি
সবুজ গাঁয়ে আজ।
রাতের বেলা আঁধার রঙে 
হয়না কারুকাজ। 
বাতাবী নেবুর গন্ধ সুধা
পাইনি বহুদিন 
বেগুন ফুলের কাছে আমার
রয়ে গেছে ঋণ। 
ভালবাসার গ্রামটি আমার
হয়ে গেছে পর
আমি এখন অনেক দূরে
কঠিন আমার ঘর। 
আর হলোনা তোমায় নিয়ে 
সবুজ স্বপ্ন বুনা
চুকিয়ে দেব এই পৃথিবীর 
সকল লেনা-দেনা। 
জীবন বেলার শেষ খেলাতে
নিঠুর বেলাশেষে।
যেতে হবে মায়া ছেড়ে 
পরপারের দেশে।

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন