অভিশাপ


আমি আমার প্রথম প্রেমিকাকে অভিশাপ দিয়েছিলাম!


আমার তখন কিশোর বয়স,
চোখে রঙিন চশমা পরি,
আবেগ পুষি বুকপকেটে;
তখনই আমি প্রথম প্রেমে পড়ি!


কিশোরী প্রেমিকার বেহুড়া বেণি,
সদাচঞ্চল চকিত চাহনি,
ছত্রিশ রাগিণীর মতো কিন্নর কণ্ঠ,
স্বাতি নামের নক্ষত্রের মতো মুখ,
রেশমি চুড়ি-ভাঙা জলতরঙ্গ হাসি,
আর কিছু চোখনাচানো হেঁয়ালি;
সব মিলিয়ে আমি প্রথমবার প্রেমে পড়ি!


অথচ,
আমার প্রথম প্রেমিকা,
আমার কিশোরী প্রেমিকা;
আমাকে খেলিয়েছিল কনিষ্ঠার ডগায়,
ষোড়শী হয়েও সে অষ্টাদশী ছলে চতুর ছিল,
হাজার প্রেমে অভিজ্ঞ প্রণয়িণীর মতো,
সে আমাকে রেখেছিল বুকের মখমলে;
তারপর একদিন সব সাধ মিটে গেলে,
ছুড়ে ফেলেছিল পরিত্যক্ত রুমালের মতো!


হতবিহ্বল আমি,
অভিমান করিনি,
দুঃখে ভেসে যাইনি;
বরং পরিণত প্রেমিক হয়েছি নিমিষেই,
কিশোর আবেগ ছুড়ে ফেলেছি তাচ্ছিল্যভরে!


প্রতারণা আর প্রত্যাখ্যান শেষে,
আমি যোগ্য প্রেমিক হয়েছিলাম;
আমি আমার প্রথম প্রেমিকাকে অভিশাপ দিয়েছিলাম!


এক যুগ আগের সেই অভিশাপ,
আমার প্রথম প্রেমিকাকে দেয়া সেই অভিশাপ;
বৃথা যায়নি—
আমার প্রথম প্রেমিকা অন্যের ঘরকন্না করে,
আমার অভিশাপ বুকে, ভীষণ রকম সুখেই আছে!

আপনার মন্তব্য লিখুন

আর্টিকেল খুঁজুন